১. আমার জীবনের কোন কিছুতেই আমার কোন কন্ট্রোল নেই। সব কিছুই নির্ধারিত। আমার শত চাওয়া, শত চেষ্টা, শত যোগ্যতা কোন কাজে আসবেনা যদি না রব সেখানে রহমত দান করেন। যোগ্যতা বিষয়টা একটা আপেক্ষিক ব্যাপার। আপনার রিজিক হয়ত আজকে সংকুচিত, কিন্তু মাওলার দয়ার সাগর আপনার সামনে উজাড় করা সময়ের ব্যাপার মাত্র।
২. জীবনে যখন আমরা হুশ ছাড়া উড়তে থাকি, তখন হঠাৎ করে তাতে লাগাম লাগতে পারে। আর আপনার রব যদি আপনাকে এই লাগাম দেন, তাহলে তিনিই সবচেয়ে ভাল জানেন তার কারণ কি। অদৃশ্যের খবর একমাত্র তার কাছে এবং তিনি যাদেরকে জানিয়েছেন তাদের কাছেই বিদ্যমান।
৩. রব যে আপনাকে কোন কোন পরীক্ষায় ফেলবে তার কোন সীমা পরিসীমা থাকেনা। তবে এটা সত্যি যে আপনি ভার নিতে পারবেননা এমন পরীক্ষা তিনি কখনোই কাওকে দেন না। আমাদের সম্মান, রিজিক, সম্পদ, ক্ষুধা, ভয়, পরিবার সহ নানাবিধ ব্যাপারে আল্লাহ কি কি যে পরীক্ষা নিতে পারেন সেটা যিনি পরীক্ষায় আছেন তিনি ই জানেন। তাই জীবনে খুব বেশি কাওকে জাজ করতে নেই। বিনয় এবং নম্রতা হয়ত আপনাকে অনেক সম্পদ আর ক্ষমতা দিবেনা কিন্তু হয়ত আপনার নাজাতের উসিলা এর মাঝেই থাকতে পারে।
৪. সব দ্বন্দ ভুলে গিয়ে মাফ করতে পারা বিশাল একটা গুন। আপনি নিজে কাওকে মাফ করলেনতো নিজের উপরই আপনি অনেক বড় ইহসান করলেন। মাফ করতে গিয়ে অথবা মাফ চাইতে গিয়ে ছোট হওয়া আপনাকে ছোট করেনা। বরং রবের কাছে মর্যাদা বাড়ায়।
৫. দোয়া বিশাল বড় নিয়ামত আর বদদোয়া বিশাল বড় ক্ষতির কারণ। বুঝতে পারবেন যদি এই নিয়ামত অথবা ক্ষতি আপনি কখনো ফেইস করে থাকেন।রব আমাদের কৃত সকল পাপের জন্য আমাদের ক্ষমা করুন।